Wednesday, 20 April 2016
Thursday, 11 February 2016
বালুচরে একা
সাগর তটে এক রাশি ঢেউ উথালি পাথালি করে
মনের গভীরে স্মৃতিগুলি সব আকুলি বিকুলি করে
বালুচরে একা বসে ঢেউ এর তাল গুনি
ঝাউবনের স্তব্ধতায় মর্মর ধ্বনি শুনি
দিন ঢলে যায় পাখিগুলি যায় নিজ নিজ নীড়ে ফিরে
রক্তিম সাগর অস্ত রবিকে আলিঙ্গন করে
চলে গেলে একা কাটিয়ে বাঁধন মোরে ফেলে গেলে একা বিজনে
অনেক কথা অনেক ব্যথা তলিয়ে আছে মনের অতল গহনে
তোমার পরশ জড়িয়ে বুকে স্বপ্নের জাল বুনি
না পাই ঠাউর সব কিছু ফাঁকা শুধুই প্রহর গুনি
রাত পোহালে রবির কিরণ ধরায়ে ঝিলিক মারে
নতুন দিনের স্বপ্ন নিয়ে গাইব নতুন সুরে
আজ আমার জামাইবাবুর দ্বিতীয় পুন্যাতিথি তাঁকে আমার
শ্রাধাঞ্জলি জানাই দিদির কথা মনে করে এই কবিতা সমর্পিত
Saturday, 2 January 2016
শুভ নববর্ষ
জীবন মানেই আশা যাওয়া ,চলছে শুধুই বোঝা পড়া
হাঁসি কান্নার আনা গোনা,নাইকো কারুর আসতে মানা
সময়ে চলে নিজের ছন্দে ,মানে না সে কারুর শাসন
কুহুর কুজন বুলবুলের গান ,মুক্তাকাশে মনের উড়ান
জীবনের এই শুষ্ক মরুতে ,অশ্রু শিক্ত মনের রূদন
কুল ছাপিয়ে বাঁধ ভাঙিয়ে ,ছিন্ন হউক বেড়ির বাঁধন
ঝর ঝর নির্ঝরিণীর ঝরা ,কল কল বহে নদীর ধারা
কুল ভেঙ্গে যায়ে আবার গড়ে ,নদ নদী বহে আপন তালে
দিনে রাতে চলছে তারা, নেইকো তাদের পেছন ফেরা
রবি শশী পোষিত এই ধরাতে ,মন উড়ে যায় পাগল পারা
দিন ফুরালো রাত জুড়ালো , নতুন রবির প্রাচীর আলো
স্বপ্ন দেখো স্বপ্ন বোনো , চলার পথে এগিয়ে চলো
নাই বা পেলে মনের চাওয়া ,যা আছে তা কম কি পাওয়া
প্রেমের ভাষায়ে প্রেমের আশায়ে ,সিঞ্চিত হউক মলীন ধরা
নতুন সুরের আকুল তানে ,বাজাও মনের একতারা
হিমেল হাওয়ার নিবিড় ছোওয়া , হিয়ার মাঝে স্মৃতির দোলা
দিন বয়ে যায়ে মাস কেটে যায়ে ,ভাঙ্গা গড়ার চলছে খেলা
খোল খোল ভাই মনের দুয়ার ,উছলে উঠুক খুশির জোয়ার
ভালবাসার আলো দিয়ে , উজ্জল হউক প্রানের পরশ
মুছিয়ে ফেল মনের তমস ,বরণ কর নতুন বরষ
Subscribe to:
Posts (Atom)